ডা. রেহনুমা ও স্যান্ডোর ডায়ালাইসিসের অবহেলা তদন্তে তিন সদস্যের কমিটি

রোগীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ১০:২৭ পূর্বাহ্ণ

ডা. রেহনুমা ও স্যান্ডোর ডায়ালাইসিস কর্তৃপক্ষের বিরুদ্ধে রোগীর প্রতি চরম অবহেলা, ভুল চিকিৎসা, স্বেচ্ছাচারিতা, দুর্ব্যবহার, মেডিকেল শিক্ষার চরম পরিপন্থি আচরণ এবং অদক্ষতার অভিযোগের সত্যতা যাচাইয়ে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক ডা. সাখাওয়াত উল্লাহর নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৫ জুন কিডনি রোগী সাফিয়া খানমের (৬১) মৃত্যুর জন্য ডা. রেহনুমা ও স্যান্ডোর ডায়ালাইসিস কর্তৃপক্ষের অবহেলার অভিযোগের প্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠিত হয়। এ বিষয়টি ইতোমধ্যেই চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর কর্তৃক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, স্যান্ডোর ডায়ালাইসিস সার্ভিসেস বাংলাদেশ কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিভিল সার্জন, স্বাস্থ্য অধিদপ্তরের (ঢাকা) মহাপরিচালক এবং অভিযোগকারী বরাবর চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।

প্রসঙ্গত গত ১৫ জুন সাফিয়া খানমের পরিবারের সদস্যরা ডা. রেহনুমা ও স্যান্ডোর ডায়ালাইসিস কর্তৃপক্ষের বিরুদ্ধে রোগীর প্রতি চরম অবহেলা, ভুল চিকিৎসা, স্বেচ্ছাচারিতা, দুর্ব্যবহার, মেডিকেল শিক্ষার চরম পরিপন্থী আচরণের প্রেক্ষিতে রোগীর মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে রোহিঙ্গা মানব পাচারকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআজ অনুরূপের একক আলোকচিত্র প্রদর্শনী ‘উত্তরের শুভ্রতা’ শুরু