গাউসিয়া কমিটি চন্দনাইশ পৌরসভা শাখা ও তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা ডা. মোহাম্মদ মুসলেহ উদ্দিন (৬৮) গতকাল বৃহস্পতিবার ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে….রাজেউন)। তিনি স্ত্রী, ২ছেলে, ১ মেয়ে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদ আছর মরহুমের নামাজে জানাজা হাজীর পাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের ইন্তেকালে গাউসিয়া কমিটি কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারম্যান আলহাজ পেয়ার মুহাম্মদ, সাবেক মহাসচিব শাহজাদ ইবনে দিদার, দক্ষিণ জেলার সাবেক সভাপতি কমর উদ্দিন সবুর, হাবিব উল্লাহ মাস্টার, আলমগীর বঈদী, চন্দনাইশ মেজবাহ উদ্দিন, মোরশেদুল আলম শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।