ডা. মিজানুরের উপর হামলাকারীর শাস্তি দাবি

চমেক শিক্ষক সমিতির বিবৃতি

| মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৭:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সিনিয়র শিক্ষক ডা. মিজানুর রহমান চৌধুরীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে চমেক শিক্ষক সমিতি। হামলাকারী রেজাউল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তারা। সভাপতি অধ্যাপক ডা. মনোয়ারুল হক শামীম ও সাধারণ সম্পাদক ডা. প্রণয় দত্তের যৌথ স্বাক্ষরে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিক্ষক সমিতি এ দাবি জানিয়েছে। রোববার বেলা ১১টার দিকে চমেক হাসপাতালের মূল ভবনের ২য় তলায় ৬নং লিফটে উঠাকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড ঘটে। এক রোগীর স্বজনের সাথে হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য স্টাফের বিবাদ মারামারির ঘটনা ঘটে। এসময় চমেকের অর্থোসার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান চৌধুরীর উপর হামলা হয় বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর চাম্বল ইউনিয়ন চেয়ারম্যান পদে লড়বেন ৪ জন, সাধারণ সদস্য পদে ৫৩
পরবর্তী নিবন্ধউইকন প্রপার্টিজ-লংকাবাংলা ফাইন্যান্সের এমওইউ স্বাক্ষরিত