ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সোমবার কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মেজর মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মাদ আনোয়ার পাশা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের জাতির যে কোনো সংকটময় মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হত্তয়ার আহ্বান জানান। বায়োলজিক্যাল পেরেন্টস বা মাতা–পিতার মত ইনটিলেকচুয়াল পেরেন্টস বা শিক্ষকদেরকেও যথাযথ শ্রদ্ধা ও সম্মান করার আহবান জানান। প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেটের পুরস্কার বিতরণ করেন। স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উপ–কমিটির আহ্বায়ক বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শিরীন আক্তার বেগম। বিশেষ অতিথি ছিলেন ইসলাম শিক্ষাবিভাগের সাবেক বিভাগীয় প্রধান মেজর (অব.) আবুল কালাম মোহাম্মদ সামসুদ্দিন। বক্তব্য দেন, রাবেয়া বসরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম এবং বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কুমার পাল প্রমুখ। ২য় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনায় ছিল ব্যান্ড দল– ‘ব্লাড লাইন’। এছাড়াও কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।