ডা. প্রকাশ কুমার চৌধুরীর বইয়ের মোড়ক উন্মোচন

আজাদী প্রতিবেদন | শনিবার , ২১ জুন, ২০২৫ at ১১:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ আই হসপিটাল চট্টগ্রাম শাখার ১০তম বার্ষিক সম্মেলন নগরীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ আই হসপিটাল, চট্টগ্রাম শাখার এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ডা. প্রকাশ কুমার চৌধুরীর ‘অফথ্যালমোলজি এসেনশিয়ালস ২য় সংস্করণ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ আই হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান ডা. মাহবুবুর রহমান চৌধুরী, দৈনিক আজাদীর সম্পাদক লায়ন এম এ মালেক, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন চেয়ারম্যান ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাছির উদ্দিন চৌধুরী, প্রফেসর ডা. প্রকাশ কুমার চৌধুরী এবং তার সহধর্মিণী মাধবী রানী চৌধুরী উপস্থিত ছিলেন। বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন মাধবী রানী চৌধুরী এবং সম্পাদনায় সার্বিক সহযোগিতা করেন ডা. প্রকাশ কুমার চৌধুরীর কন্যা ডা. পূন্যাশ্রী চৌধুরী এবং পুত্র প্রদীপ্ত নারায়ণ চৌধুরী। অনুষ্ঠানে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ভাইসচেয়ারম্যান লায়ন কামরুন মালেক, লায়ন নজমুল হক চৌধুরী, লায়ন আলহাজ্ব রফিক আহমেদ, ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কোহিনুর কামাল, লায়ন আবু তৈয়বসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধসংগীত সমাজ ও সংস্কৃতির শক্তিশালী বাহক
পরবর্তী নিবন্ধকাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষা বিষয়ক সেমিনার