ডা. গোলাম মর্তুজা হারুনের ইন্তেকাল

করোনা পরবর্তী জটিলতা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩০ মে, ২০২১ at ১০:৩০ পূর্বাহ্ণ

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রা. লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. গোলাম মর্তুজা হারুন (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর সিএসসিআর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শেভরণের জিএম পুলক পাড়িয়াল জানান, গত ১২ মে এই চিকিৎসকের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। পরবর্তীতে (২২ মে) করোনা নেগেটিভ হলেও তার ফুসফুসের সংক্রমণ আকস্মিকভাবে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ মে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। শুক্রবার দিবাগত রাতে সেখানে এই চিকিৎসকের মৃত্যু হয়।
দীর্ঘদিন চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দেয়া ডা. গোলাম মর্তুজা হারুন চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রামের সভাপতি ছিলেন। পরে নগর বিএনপির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। তার হাত ধরেই চট্টগ্রাম শহরে প্রতিষ্ঠা পায় আন্তর্জাতিক মানের রোগ নিরুপণী কেন্দ্র (ডায়াগনস্টিক সেন্টার) শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রা. লিমিটেড।
শোক : বরেণ্য চিকিৎসক ডা. গোলাম মর্তুজা হারুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সরোয়ার আলম, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, জাসাস চট্টগ্রাম মহানগরের পক্ষে সভাপতি অ্যাড. আবুল হোছাইন সিকদার, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধটিকটকে সক্রিয় আন্তর্জাতিক নারী পাচার চক্র : পুলিশ
পরবর্তী নিবন্ধনালায় পাঁচ ফুট লম্বা অজগর