মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাষ্ট্রীয় সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ ডা. (ক্যাপ্টেন) আহমেদ কবির ভূঁইয়ার ৫৩তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা শহীদ ডা. (ক্যাপ্টেন) আহমেদ কবির ভূঁইয়া তার জীবদ্দশায় ১ম ও ২য় বিশ্বযুদ্ধ, ভারত-পাকিস্তান যুদ্ধে অংশ নেন।পরবর্তীতে মুক্তিযুদ্ধ চলাকালে ৫নং সেক্টরের আওতাধীন বাঁশতলা সাব সেক্টরে কোম্পানি কমান্ডার হিসেবে মহব্বতপুরে হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শাহাদাৎ বরণ করেন।
তাঁর ৫৩ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বুধবার (২৮ আগস্ট) চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় শহীদ ডা. (ক্যাপ্টেন) আহমেদ কবির ভূঁইয়া ফাউন্ডেশন নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে ছিল পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাত।
বীর মুক্তিযোদ্ধা শহীদ ডা. (ক্যাপ্টেন) আহমেদ কবির ভুঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং তাঁর ছেলে মোহাম্মদ রফিক উদ্দিন বাবুল ভুঁইয়া বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন করে তাঁদের আদর্শে দেশ গড়ে তোলার আহবান জানান।