ডা. এখলাছ উদ্দিনের স্মরণসভা আজ

| বুধবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৪৩ পূর্বাহ্ণ

আজ বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে (৮ম তলা) চট্টগ্রামের ৫২ভাষা আন্দোলনের সৈনিক, ৬ দফা, ১১দফা ও মুক্তিযুদ্ধের সংগঠক চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এখলাছ উদ্দিন স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে চকবাজার অস্থায়ী কার্যালয়ে মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রট্রাস্টে চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল, সীতাকুণ্ড সমিতির চট্টগ্রামের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন, ডা. শাহ আলম ভুইয়া, গণ অধিকার চর্চা কেন্দ্রের সদস্য সচিব মশিউর রহমান খান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা রাশেদ মনোয়ার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান, এম কাউছার উদ্দিন, মীর সাকিব হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচরণদ্বীপ জ্ঞানাঙ্কুর বিহারে সভা
পরবর্তী নিবন্ধফুরফুরা দরবারের মাহফিল কাল থেকে