চট্টগ্রামের নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। তিনি ঢাকার বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে সিভিল সার্জন হিসেবে কর্মরত।
আর বর্তমান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বিকে উপ-পরিচালক পদে পদোন্নতি দিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে পদায়ন করা হয়েছে। গতকাল (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে।
ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরীর বাড়ি ফটিকছড়ির দৌলতপুর ইউনিয়নে। তিনি এর আগে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ, খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ ঢাকার বাংলাদেশ সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন পদে দায়িত্বরত ছিলেন।
পদায়নের বিষয়টি নিশ্চিত করে আগামী সোম-মঙ্গলবারের দিকে চট্টগ্রাম সিভিল সার্জনের দায়িত্ব গ্রহণ করতে পারেন বলে জানিয়েছেন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।
এদিকে, উপ-পরিচালক পদে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. সেখ ফজলে রাব্বি। এতদিন সিভিল সার্জনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্বও পালন করছিলেন তিনি।