ডা. আফছারুল আমীন ছিলেন উন্নত মানবিক বৈশিষ্ট্যের অধিকারী

ডা. ফজলুল-হাজেরা ডিগ্রি কলেজে স্মরণসভায় বক্তারা

| বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৯:৪৩ পূর্বাহ্ণ

দক্ষিণ কাট্টলীস্থ ডা. ফজলুলহাজেরা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী ডা. মো. আফছারুল আমীনের ১ম মৃত্যুবার্ষিকী কলেজের অধ্যক্ষ তাহমিনা বেগমের সভাপতিত্বে গতকাল বুধবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন, মৃত্যুবার্ষিকী পালন কমিটির আহ্বায়ক ও হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন। প্রধান আলোচক ছিলেন ডা. ফজলুলহাজেরা ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ শাহ আলম। শোক সভায় বিশেষ অতিথি ছিলেন মরহুমের সহধর্মিনী ডা. কামরুন্নেছা। আরও বক্তব্য দেন, কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল, কাউন্সিলর মো. নুরুল আমীন, কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য এস এম জাহিদ চৌধুরী, পরিচালনা পর্ষদের সদস্য মুজিবুল আলম চৌধুরী, রূপন কান্তি সেনগুপ্ত, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য অহিদুল আমীন, মরহুমের জ্যেষ্ঠ সন্তান মো. ফয়সাল আমীন, কনিষ্ঠ সন্তান ডা. মাহিদ বিন আমীন প্রমুখ। পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মরহুমের ছোট ভাই এবং কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ডা. মো. আরিফুল আমীন। ডা. মো. আফছারুল আমীনের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. আসলাম রেজা। প্রারম্ভে মরহুমকে উৎসর্গ করা কলেজ বার্ষিকী ‘দূরবীন’ এর মোড়ক এবং কলেজের ম্যুরাল উন্মোচন করা হয়। সঞ্চালনায় ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক পপি সাহা। শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল আলীম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে দুই দিনব্যাপী সম্মেলন করবে চবি প্রাক্তনীরা
পরবর্তী নিবন্ধপাহাড় নিধনের ফলে বৃষ্টিতে বালি সরে এসে ভরাট হচ্ছে খাল-নালা