ডা. আফছারুল আমিন স্মরণে কার্গো ভেসেল ওনার্স এসোর দোয়া মাহফিল

| সোমবার , ৫ জুন, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ওয়াটার ট্রান্সপোর্ট সেলের আহ্বায়ক নুরুল হক বলেন, ডা. আফছারুল আমিন ছিলেন একজন সৎ চরিত্র এবং বহু গুণের অধিকারী ব্যক্তি। তিনি তার জীবদ্দশায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক জনহিতকর প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। শিক্ষাবিদ হিসেবে সুপরিচিত ছিলেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

গতকাল বাদ মাগরিব নৌ পরিবহন সেলের চট্টগ্রাম কার্যালয়ে দোয়া ও মিলাদ পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রয়াত সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমিনের আত্মার শান্তি কামনা করে উপরোক্ত কথাগুলো বলেন নুরুল হক। দোয়া মাহফিলে অংশ নেন ডব্লিউটিসির উপদেষ্টা তৌহিদুল আনোয়ার, আইভিওএসির সভাপতি হাজী শফিক আহমেদ, ওয়াটার ট্রান্সপোর্ট কার্গো এজেন্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম দোবাস, স্থানীয় এজেন্ট অ্যাসোসিয়েশনের অন্যতম সহসভাপতি শফিকুল ইসলাম ফারুক, সিনিয়র সহসভাপতি আনিচুর রহমান, ডব্লিউটিসি কার্গো এজেন্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় এজেন্ট এসোসিয়েশনের সদস্য শফিক আদনান, পারভেজ আহমেদ, ডব্লিউটিসির নির্বাহী পরিচালক মাহবুব রশিদ খান এবং যুগ্ম সম্পাদক সুমন প্রমুখ। মিলাদ মাহফিল পরিচালনা করেন পেশ ইমাম রফিকুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।