‘ডায়ানা অ্যাওয়ার্ড’ পেলেন চবির ২ শিক্ষার্থী

চবি প্রতিনিধি | সোমবার , ৩ জুলাই, ২০২৩ at ৭:০২ পূর্বাহ্ণ

সামাজিক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর যুক্তরাজ্যের সম্মানজনক ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসান (২৩)। আবদুল্লাহ সামাজিক সমতা নিশ্চিত করে বৈষম্যহীন পৃথিবী গড়ার স্বপ্ন নিয়ে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন।

একই পুরস্কার পেয়েছেন চবির আরেক শিক্ষার্থী নিশাত সুলতানা চৌধুরী। ‘এক টাকায় শিক্ষা’ নামক অলাভজনক প্রতিষ্ঠানের মাধ্যমে মানবাধিকার ইস্যুতে দেশ পরিবর্তনে ভূমিকা রাখায় এ অ্যাওয়ার্ড পান তিনি। গতকাল রোববার দুপুর ১২টার এ অর্জনের কথা জানান তারা। নিশাত চবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী। তিনি ‘এক টাকায় শিক্ষা’র সহপ্রতিষ্ঠাতা এবং বর্তমান সাধারণ সম্পাদক। প্রয়াত যুক্তরাজ্যের রাজকুমারী ডায়ানার স্মরণে বিশ্বব্যাপী ৯ থেকে ২৫ বছর বয়সি সংগঠকদের কাজের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। যারা তাদের কাজের মাধ্যমে নিজ নিজ সমপ্রদায়ে ইতিবাচক প্রভাব ফেলছে, তাদেরই এ পুরস্কারে ভূষিত করা হয়। গত শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চলতি বছরের ডায়ানা অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম জানানো হয়।

পড়াশোনার পাশাপাশি আব্দুল্লাহ পথচলা ফাউন্ডেশন নামে একটি সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন। পথচলা ফাউন্ডেশনের মাধ্যমে তিনি তরুণদের দক্ষতা বৃদ্ধি, নারীদের ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরি, স্বাবলম্বী হতে সাহায্য করা, স্বাস্থ্য সচেতনতাসহ নানান বিষয়ে কাজ করে যাচ্ছেন। আব্দুল্লাহ আল হাসান বলেন, দীর্ঘদিন আমি সমাজে সমতা নিশ্চিতে কাজ করে যাচ্ছি। আগে বিভিন্ন সংগঠনে কাজের মাধ্যমে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি। নিশাত সুলতানা চৌধুরী বলেন, গত শুক্রবার রাত ৮টার দিকে ‘ডায়ানা অ্যাওয়ার্ড’ প্রতিষ্ঠানের অফিসিয়াল ইমেইলের মাধ্যমে আমাকে এ সুসংবাদ জানানো হয়। একটা অ্যাওয়ার্ড মানে নিজের কাজের স্বীকৃতি। আর সেটা যদি হয় আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান থেকে। তা একটা সংগঠনের জন্য অনেক বড় পাওয়া।

পূর্ববর্তী নিবন্ধমানুষের জীবনে আজ নাভিশ্বাস উঠেছে : ডা. শাহাদাত
পরবর্তী নিবন্ধদেশের বিরুদ্ধে নানা যড়যন্ত্র শুরু করেছে স্বাধীনতা বিরোধী চক্র