ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক পারভেজ বলেছেন, ভোক্তার কাছে মানসম্পন্ন সিমেন্ট পৌঁছে দেওয়ার ব্যাপারে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড সর্বদাই সচেষ্ট। উৎপাদিত সিমেন্ট সবসময়ই সর্বাধুনিক পরীক্ষাগারে নিখুঁতভাবে পরীক্ষা করা হয় যাতে পণ্যের মানের ধারাবাহিকতা বজায় থাকে। ডায়মন্ড সিমেন্ট সবসময় গুণগতমানের ব্যাপারে আপোষহীন।
শনিবার (২৪ মে) চট্টগ্রাম ক্লাব অডিটরিয়ামে ডায়মন্ড সিমেন্টের ২৭ বছর পূর্তিতে নগর ও চট্টগ্রাম উত্তর অঞ্চলের ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত হালখাতা উৎসব ও ব্যবসায়িক মিলনমেলা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডায়মন্ড সিমেন্টের উপ–ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যবসায়িক মিলনমেলায় বক্তব্য রাখেন, ডায়মন্ড সিমেন্টের পরিচালক (মার্কেটিং ও লজিস্টিক) আব্দুল্লাহ আল ফরহাদ, ডিসিএল ব্লকের পরিচালক আব্দুল্লাহ আল জুনায়েদ, ডায়মন্ড সিমেন্টের পরিচালক (অপারেশন) গোলাম মোস্তফা, জিএম (সেলস) আব্দুর রহিম এবং ডায়মন্ড সিমেন্টের সম্মানিত ডিলারবৃন্দ। উত্তর চট্টগ্রাম ও সিটি এরিয়ার পক্ষে স্বাগত বক্তব্য রাখেন ডিজিএম (সেলস) কামরুজ্জামান, সিনিয়র ম্যানেজার (সেলস) এমএ মোতালেব। অনুষ্ঠানে কোরান তিলওয়াত করেন ডায়মন্ড সিমেন্টের এজিএম (এডমিন) মোহাম্মদ হারুনুর রশীদ এবং সিমেন্ট ও ব্লক নিয়ে প্রেজেন্টেশন প্রদান করেন টেকনিক্যাল সার্ভিস বিভাগের সিনিয়র ম্যানেজার ইশতিয়াক রায়হান মাহমুদ। সভাপতির বক্তব্যে উপ–ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. হাকিম আলী বলেন, ভোক্তাদের বিশ্বস্ততা অর্জন করতে আমরা পণ্যের উপকরণ আহরণ থেকে শুরু করে মোড়কজাতকরণে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছি। ডায়মন্ড সিমেন্টের ডেপুটি ম্যানেজার আবুল মনসুর আহমেদ ও জনপ্রিয় উপস্থাপিকা স্মিতা চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মারজান এন্টারপ্রাইজের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, ডায়মন্ড সিমেন্টের পরিচালক (ফিন্যান্স) এবিএম কামাল উদ্দীন, জিএম (প্ল্যান্ট) সোহেল তালুকদার, জিএম (সেলস) আরিফুল ইসলাম, সিনিয়র ডিজিএম (একাউন্টস) আব্দুল হান্নান, সিনিয়র ডিজিএম (প্রোডাকশন) সাজ্জাদুল আনিস চৌধুরী, সিনিয়র ডিজিএম (মেইন্টেনেন্স) আব্দুল মান্নান, ডিজিএম (ইলেক্টিক্যাল) ইউসুফ চৌধুরী, এজিএম (এডমিন) মোহাম্মদ হারুনুর রশীদ এজিএম (কর্পোরেট) দীপ্তিমান দাশ, এজিএম (কিউসি) জসিম উদ্দীন সরকার, এজিএম (ব্র্যান্ড) মো. আমান উল্লাহ চৌধুরী, সিনিয়র ম্যানেজার (সেলস) ফজলুল কাদের, ম্যানেজার (অডিট) আলী রায়হান, ম্যানেজার (সেলস) মোশারফ হোসেন এবং ডায়মন্ড সিমেন্টের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। শেষে সেরা বিক্রেতা পুরস্কার, শুভেচ্ছা উপহার, প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কাওয়ালী সঙ্গীতের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।