বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ সংগঠন ‘ডাক দিয়ে যাই’ চট্টগ্রাম পশ্চিম অঞ্চল আয়োজিত প্রতিনিধি সম্মেলন সংগঠনের সাধারণ সম্পাদক ও মহসিন কলেজের ভিপি পারভেজ খানের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের সহযোগী অধ্যাপক শহিদউল্ল্যাহ আজাদ। এতে ওমর ফারুক, শ্রীদুল দাশ ও রুবেল হোসাইনকে উপদেষ্টা করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে মেরাজকে ভিপি ও জাহাঙ্গীর আলমকে জিএস’র দায়িত্ব দেওয়া হয়। উক্ত কমিটি আগামী দুই বছর পর্যন্ত বাউবি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। সম্মেলনের প্রধান অতিথি নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সংগঠনের সাফল্য কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।