ডাকাতের হামলায় গুরুতর আহত হয়েছেন সীতাকুণ্ড সমিতির সাবেক সভাপতি, বিজিএমইএর সাবেক পরিচালক, গার্মেন্টস ব্যবসায়ী এনামুল আজিজ চৌধুরী। গত সোমবার রাত দেড়টা নাগাদ মীরসরাই থানাধীন বড়তাকিয়া এলাকার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।
এনামুল আজিজ চৌধুরী নিজস্ব মাইক্রোবাস নিয়ে ঢাকা হতে চট্টগ্রাম–এ আসার পথে উক্ত স্থানে ডাকাত দলের কবলে পড়েন। ডাকাত দলের সদস্যরা মাইক্রোবাস নং ঢাকা মেট্রো–ছ– ১৫–৪৪১৮ গতিরোধ করে এনামুল আজিজ চৌধুরী এবং ড্রাইভার মো. হালিমকে রামদা, কিরিছ ও লোহার রোড বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে সমুদয় মালামাল নিয়ে যায়। গুরুতর আহত এনামুল আজিজকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার ব্যাপারে মীরসরাই থানায় এজাহার দেয়া হয়েছে।