ডাকাতির প্রস্তুতিকালে নগরীর আকবর শাহ থানার লতিফপুর সোনামিয়া রেলগেট এলাকা থেকে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে শটগানের কার্তুজ, চাইনিজ কুড়াল ও ছুরিসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, আব্দুল হামিদ (২৩), মো. রবিউল ইসলাম (২৮), মো. ইউসুফ (২৫), গোলাম রব্বানী (২৫), মো. সুমন (৩৫)।
সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী ও সক্রিয় ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন যাবত মীরপুর আবাসিক এলাকা, শাপলা আবাসিক এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন বাসায় চলাচলরত যাত্রী ও পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়া ছিনতাই ও ডাকাতি করে থাকে। গ্রেফতারকৃত আব্দুল হামিদ, মো. রবিউল ইসলাম, মো. ইউসুফ, গোলাম রব্বানী, মো. সুমন এবং তাদের জিজ্ঞাসাবাদ অনুসারে পলাতক মো. এরশাদ হোসেন (৩৫), মো. তারেক আকবর (২০), মো. সম্রাট (২০), মো. খোকন (২৮)সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা করা হয়েছে।
আকবর শাহ্ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোজিনা খাতুন জানান, সোমবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আকবর শাহ্ লতিফপুর সোনা মিয়া রেলগেইট এলাকায় অস্ত্রসহ কয়েকজন দুষ্কৃতকারী অবস্থান করছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালানোর চেষ্টা করে। সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধভাবে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করেছেন।