স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ডাকঘরের ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠান গত ৭ জানুয়ারি ভিন্নভাবে উদ্যাপিত হয়। সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ সকালে শহরের বিভিন্ন রাস্তার মোড়ে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করে দিবসের কর্মসূচি শুরু করেন। নগরীর ডিসি হিল প্রাঙ্গণে গরীব ও দুস্থ শিশুদের মাস্ক বিতরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে ওদের সাথে কেক কাটেন সংগঠনের সদস্যরা এবং তাদের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেন। মূলত দুস্থ শিশুদের মুখে হাসি ফোটানো ও মৌলিক চাহিদার অনেক অংশ পূরণের লক্ষ্যে কয়েকজন শিক্ষিত তরুণ-তরুণীদের সমন্বয়ে গঠিত হয় সংগঠনটি।
কয়েক বছর ধরে দুস্থ শিশুদের বিভিন্ন সময়ে শিক্ষা সামগ্রী, পোশাক ও শীতবস্ত্র বিতরণ এবং এক বেলা অন্ন দানে সেবা প্রদান করেন। উল্লেখ্য, করোনাকালীন অসহায় শিশুদের সহায়তা প্রদানে অগ্রণী ভূমিকা রাখেন। শেষে সদস্যবৃন্দ ও পথশিশুদের শিশু পার্কে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।