রেমিটেন্স ছাড়া রপ্তানি আয়সহ সব ধরনের বৈদেশিক আয় দেশে আনতে আনুষ্ঠানিক বিনিময় হার বেড়ে সর্বোচ্চ ১১৮ টাকা হয়েছে। এর মানে হচ্ছে, বিদেশ থেকে কোনো মুদ্রা ব্যাংকিং চ্যানেলে দেশে আনলে প্রতি ডলারের বিপরীতে গ্রাহক পাবেন সর্বোচ্চ ১১৮ টাকা। তবে প্রবাসী আয় হিসেবে রেমিটেন্স দেশে আনতে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া দরের সঙ্গে আরও ২–৩ টাকা বাড়তি দিচ্ছে ব্যাংকগুলো। গতকাল সোমবার ব্যাংক খাতে ডলারের সর্বোচ্চ বিনিময় হার ১১৮ টাকা বলে তথ্য দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে গত দেড় মাসে ব্যাংক খাতে ডলারের দর বাড়ল ১ এক টাকা বা শূন্য দশমিক ৮৫ শতাংশ। খবর বিডিনিউজের।
আমদানি পর্যায়, নগদসহ অন্যান্য খাতে ডলারের দর ব্যাংকগুলো আনুষ্ঠানিক দরের চেয়ে বেশি রাখছে বলে ব্যবসায়ীদের পুরোনো অভিযোগ এখনও আছে। গত ৮ মে বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে নতুন পদ্ধতি ‘ক্রলিং পেগ’ চালু করার দিনে ডলারের দর ১১৭ টাকা ঠিক করে দিয়েছিল আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংক।