ডলফিন-ওয়াহাব ফাউন্ডেশন স্বাধীনতা দিবস স্ট্যান্ডার্ড রেটিং দাবায় শীর্ষে তিন দাবাড়ু

| মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ at ৪:৪২ পূর্বাহ্ণ

ডলফিনওয়াহাব ফাউন্ডেশন স্বাধীনতা দিবস স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড শেষে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে তিন দাবাড়ু শীর্ষে আছেন। এরা হলেন ফিদে মাষ্টার আবদুল মালেক, দিব্য দাশ এবং দীপংকর চাকমা। ২.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আহমেদ মজুমদার ও এম কে শাহীন. ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন অভিক সরকার, রবিউল হোসেন, মুজিবুর রহমান, জাহাঙ্গীর আলম, সৈয়দ আয়ান, সুপ্রতিক নাথ, মোহাম্মদ সুলতান, আহনাফ ঈশান,নাজিফ নিয়াজ ও তাওহীদা বেগম। গতকাল সোমবার অনুষ্ঠিত ৩য় রাউন্ডের খেলায় আবদুল মালেকরবিউল হোসেনকে, দিব্য দাশঅভিক সরকারকে, দীপংকর চাকমামুজিবুর রহমানকে, সৈয়দ আয়ানমারুফ চৌধুরীকে, সুপ্রতিক নাথআবু মহসিনকে, নাজিফ নিয়াজঅরিত্র বড়ুয়াকে, তাওহীদারুবেল হোসেনকে, জাহাঙ্গীর আলমমিশকাত উদ্দিনকে,আরিহান্ট দীক্ষিতআবিদ মাহাদীকে,সুরিদ দেআয়ান জামানকে, অনিন্দ্য রিকঅরিত্র দাশকে, সৃজন সুত্রধরএডভোকেট কামরুনেচ্ছাকে পরাজিত করে। এছাড়া আহমেদ মজুমদারএম কে শাহীন, মোহাম্মদ সুলতানকিশোর দত্তক, রিক্তা সরকার প্রঞ্জা রায় ও সৈয়দ মুসনাবিনআইলান দাশের মধ্যকার খেলা ড্র হয়েছে। আজ মঙ্গলবার ৪র্থ রাউন্ডের খেলা দুপুর ১২ টার সময় শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধইন্ডিয়ান ওয়েলস শিরোপা জিতে নতুন কীর্তি আন্দ্রিভার
পরবর্তী নিবন্ধঅলিভিয়ার সাথে ভালোবাসার বিয়ে হামজা চৌধুরীর