নগরীর ডবলমুরিংয়ে মাদক নির্মুলে পুলিশ-জনতা জোট হয়েছে। থানা এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতেই তারা এ জোট বেঁধেছেন। দেশের প্রথম মাদকশূন্য থানা এলাকা হিসেবে গড়ে তুলতে নিয়েছেন নানা উদ্যাগ। এ জন্য থানা, ওয়ার্ড এবং পাড়াভিত্তিক ১০০ সদস্য বিশিষ্ট ১০০টি মাদক নির্মূল কমিটি করা হবে। গতকাল শুক্রবার (১২ মার্চ) বিকেলে আগ্রাবাদ গাউছিয়া ইসলামী পাঠাগার আয়োজিত এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। সমাবেশে আগ্রাবাদ মুহুরিপাড়া এলাকাকে তিনি প্রথম মাদকমুক্ত এলাকা ঘোষণা করেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদীকে বলেন, ‘আমরা দেশের প্রথম মাদকমুক্ত থানা হওয়ার জন্য কাজ করছি। এরই ধারাবাহিকতায় মাদকমুক্ত মুহুরিপাড়া আমাদের প্রথম সাফল্য। এটিই দেশের প্রথম মাদকমুক্ত এলাকা। ধাপে ধাপে আমরা থানা সীমানার সব এলাকাকেই মাদকমুক্ত ঘোষণা করব।’ অনুষ্ঠানে চসিকের উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউকও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। অনুষ্ঠানে গাউছিয়া ইসলামি পাঠাগার, দুর্বার একতা সংঘ, ডলফিন ক্লাব, গাউছিয়া কমিটি বাংলাদেশ ও মুহুরিপাড়া ইউনিট মুহুরিপাড়ায় মাদক নির্মূলে কাজ করবেন বলে নেতৃবৃন্দ ঘোষণা দেন। অনুষ্ঠান শেষে এলাকায় মাদকবিরোধী মাইকিং করা হয়।