ডবলমুরিংয়ে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ মে, ২০২৪ at ৭:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীতে মাদক মামলায় ১ বছর ৬ মাস সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি জাহেদ হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে ডবলমুরিং মডেল থানা পুলিশ। গতকাল সোমবার নগরীর ডবলমুরিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, ডবলমুরিং মডেল থানার একটি আভিযানিক টিম মাদক বিক্রির দায়ে ১ বছর ৬ মাস কারাদণ্ডপ্রাপ্ত এই আসামিকে গ্রেফতার করে। ডবলমুরিং থানার ওসি ফজলুর কাদের পাটোয়ারী বলেন, সাজা পরোয়ানামূলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমহিউদ্দিন হারুণ শাহের ওরশ ১৯ মে
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ১৪ কোটি টাকার সরিষা উৎপাদন