ডবলমুরিংয়ে পুকুর থেকে অজ্ঞাত প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ at ১০:১৭ পূর্বাহ্ণ

নগরের ডবলমুরিং থানার পাঠানটুলি দামুয়া পুকুর থেকে অজ্ঞাত প্রতিবন্ধী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার মধ্যরাত আড়াইটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু। লাশটি পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা আমাদের খবর দেয়। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় র্শটগানের ৩ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধসিআইইউতে সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা সম্পন্ন