ডন রূপে আসিফ, গান নয় করেছেন অভিনয়ও

| মঙ্গলবার , ১১ জুন, ২০২৪ at ৮:০৬ পূর্বাহ্ণ

একটি মিউজিক্যাল ফিল্মে অন্যায়অবিচারের প্রতিবাদকারী হিসেবে হাজির হচ্ছেন সংগীতশিল্পী আসিফ আকবর। সেই প্রতিবাদকারীর রূপ কেমন হতে পারে তার আভাস মিলেছে ফেসবুকে পোস্ট করা আসিফের ছবি এবং লেখায়। ছবিতে দেখা গেছে, চোখে কালো চশমা, হাতে আগ্নেয়াস্ত্র, পরনে ব্লেজারের পকেটে বড় আকৃতির একটি গোলাপ। মাথার চুল জেল দিয়ে পরিপাটি করে রাখা। খবর বিডিনিউজের।

আসিফ বলেছেন, ‘দ্য লাস্ট ডন’ নামে মিউজিক্যাল ফিল্মে এমন ডন রূপে তিনি আসছেন। আগামী ১৭ জুন কোরবানির ঈদের দিন বিকাল ৪টায় আসিফের ইউটিউব চ্যানেলে মিউজিক্যাল ফিল্ম ‘দ্য লাস্ট ডন’ প্রকাশ হবে।

মিউজিক্যাল ফিল্মের গল্প নিয়ে আসিফ লিখেছেন, একজন গায়ক গান গায়, তার আনন্দের জীবন। তার চোখে ধরা পড়তে থাকে যাপিত জীবনের নিকৃষ্ট অংশ। গায়ক নিজেও সেই নোংরা সমাজের একটি অংশ। বিচারের বাণী কাঁদছে নিভৃতে, ডন আইন তুলে নেয় নিজের হাতে।

মিউজিক্যাল ফিল্মটিতে গান গাওয়ার পাশপাশি অভিনয়ও করেছেন আসিফ। গানটির গল্প ভাবনা আসিফের। লিখেছেন সুহৃদ সুফিয়ান, সংগীত পরিচালনা করেছেন জাভেদ আহমেদ কিসলু। মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন সৈকত নাসির। কিছুদিন আগে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভাইরাল হওয়া নিয়ে কখনোই চিন্তা করিনি : ঐন্দ্রিলা
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৩.৫৪ কোটি টাকা