‘ঠোঁট ও তালু কাটা শিশুদের বিনামূল্যে সার্জারি করছে স্মাইল ট্রেন’

| শনিবার , ২৩ মার্চ, ২০২৪ at ৫:১৬ পূর্বাহ্ণ

বর্তমানে শিশুদের ঠোঁট কাটা ও তালু কাটা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসায় কাজ করছে সামাজিক সেবা সংস্থা শিশুর হাসি ও স্মাইল ট্রেন। শিশুর হাসির বাস্তবায়নে ও স্মাইল ট্রেনের অর্থায়নে এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহযোগিতায় সার্জারির মাধ্যমে এখন সুস্থ হচ্ছে এসব শিশু। সার্জারির পর রোগীকে দেওয়া হয় ওষুধও।

গতকাল হালিশহর এব্লক ন্যাশনাল গ্রামার স্কুলে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে রোগটির বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভায় শিশুর হাসি সামাজিক সংস্থার সমন্বয়ক এম এ ইলাহী আরাফাত এসব কথা বলেন। তিনি আরও বলেন, স্মাইল ট্রেন বাংলাদেশে ২৪ বছরে ধরে কাজ করছে। আর ২০১৮ সাল থেকে শুধু চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে এ পর্যন্ত প্রায় একহাজার রোগীকে সফলতার সাথে চিকিৎসা দিয়েছে সংস্থাটি। চিকিৎসার পর ১৫ দিন থেকে তিনমাস রোগীকে জীবনমানের একটা নিয়ম অনুসরণ করলে স্থায়ীভাবে এই রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোবারক হোসেন ভুইঁয়া, বিদ্যালয়ের শিক্ষকশিক্ষিকা, অভিভাবক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচোরাই মোবাইলসহ গ্রেপ্তার তিন
পরবর্তী নিবন্ধইফতার মাহফিল ও সেহেরী সামগ্রী বিতরণ