চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, ঠিকাদারদের বকেয়া পাওনা টাকা পরিশোধ করতে বিলম্ব হলেও উন্নয়ন কাজ যেন প্রতিবন্ধক না হয়, সে ব্যাপারে ঠিকাদারদের আন্তরিক হওয়ার আহ্বান জানান। তিনি গতকাল বুধবার কর্পোরেশনের পুরনো নগরভবনের প্রশাসকের অস্থায়ী দপ্তরে নগরবাসীর সাথে গণসাক্ষাতকার প্রদানকালে একথা উল্লেখ করেন।
নগরীর ৩০ অধিবাসী গতকাল বুধবার প্রশাসকের সাথে সাক্ষাত করেন। সাক্ষাতপ্রার্থীদের মধ্যে অধিকাংশই ছিল কর্পোরেশনের তালিকাভুক্ত ঠিকাদার। এছাড়াও মুক্তিযোদ্ধা, গৃহিনী, চসিকের অবসরে যাওয়া শিক্ষকের সন্তানরাও সাক্ষাতপ্রার্থী ছিলেন।
এদের মধ্যে এক মুক্তিযোদ্ধা পৌরকর প্রদানের ক্ষেত্রে ছাড়ের জন্য প্রশাসকের কাছে আবেদন করলে, তিনি নিজ বাসগৃহ ভাড়া দেয়া না হলে সেক্ষেত্রে ন্যূনতম সার্ভিস চার্জ দেয়া লাগবে বলে তাদের জানান। ২৪ নং ওয়ার্ডের পদ্মা আবাসিক এলাকার রাস্তা উঁচুকরণে এলাকার দুই অধিবাসী সাক্ষাত করে আবেদন জানালে তিনি তাৎক্ষণিক তা ব্যবস্থা নিতে প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীকে ব্যবস্থা গ্রহণে লিখে দেন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।