ঠাকুর অনুকূল চন্দ্রের উৎসবের প্রথম দিন বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম জেলা সৎসঙ্গে উদযাপিত হয়। লায়ন অনিমেষ রায় চৌধুরীর সঞ্চালনায় মাতৃ ও যুব সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ড. রবীন্দ্রনাথ সরকার, উদ্বোধন করেন অমূল্য রঞ্জন দাশ। উপস্থিত ছিলেন অমল দাশ, অনিতা চৌধুরী, সলিল বরণ দাশ, নন্দন দত্ত, বিপ্লব দে, বিভূ চক্রবর্তী, প্রকৌশলী ভাস্কর চৌধুরী, ত্রিদীপ দাশ। শেষে আনন্দ বাজারে প্রসাদ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।