বাংলাদেশে যাতায়াতের অন্যতম একটি ম্যাধম হলো ট্রেন। প্রতিদিন হাজারো মানুষ ট্রেনে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করছে। নিরাপদ, অর্থের সাশ্রয় ও যানজটের ভোগান্তি না থাকায় এই রেল সেবা মানুষের কাছে অধিক পছন্দনীয় হয়ে উঠেছে। আর এটি তখনই মানুষের কাছে দুর্ভোগ হয়ে দাঁড়ায়, যখন ট্রেনগুলো নির্দিষ্ট সময়ে ছাড়ে না। এর নেপথ্যে বেশ কিছু কারণ রয়েছে। যেমন– ট্রেন দুর্ঘটনা, সিগন্যালের অব্যবস্থাপনা, রেল লাইনের ত্রুটি, সুরক্ষা ব্যবস্থার অভাব, সঠিক তথ্যের অভাব, তদারকির ঘাটতি ইত্যাদি। এসব নানা কারণে সময়সূচির বিঘ্ন হওয়ায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে। আবার সঠিক তদারকির অভাবে যাত্রীদের মাঝেও নানা অসচেতনতামূলক কর্মকাণ্ড পরিলক্ষিত হয়। যেহেতু যাত্রীরা বিভিন্ন প্রয়োজনে এই পরিবহন সেবা গ্রহণ করে, সেহেতু ট্রেনের সময়সূচির বিড়ম্বনার কারণে তাদের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয়। বিশেষ করে রাতের ভ্রমণে এই বিড়ম্বনার ফলে গন্তব্যে পৌঁছাতে চুরি–ছিনতাই সহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়ে থাকে। যার ফলে তাদের মধ্যে রেল যাত্রায় উৎসাহ হারাচ্ছে।
অতএব যাত্রীদের যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করে, অব্যবস্থাপনার কারণগুলো খুঁজে বের করা হোক। আর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য রেল কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।
ইমরান হোসেন
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া