দুইদিনের ব্যবধানে নগরীতে আবারও রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে প্রাইভেটকার। গতকাল সোমবার বিকাল সাড়ে তিনটায় চট্টগ্রাম নগরীর কদমতলী রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। ট্রেন আসার সংকেত পেয়ে গেটম্যান ক্রসিংয়ে ব্যারিয়ার নামিয়ে দিলে উল্টো দিক থেকে একটি প্রাইভেটকার রেললাইন অতিক্রম করার সময় রেললাইনের ওপর আটকে যায়। এসময় চলন্ত ট্রেনের ধাক্কায় কারটি দুমড়ে মুছড়ে যায়। এর দুইদিন আগে গত শনিবার সন্ধ্যা সোয়া ছয়টায় চট্টগ্রাম নগরীর আমবাগান রেলক্রসিংয়েও সংকেত উপেক্ষা করে রেললাইনে ওঠে গিয়েছিল একটি মাইক্রোবাস। সেটি ধাক্কা খেয়েছিল চলন্ত ট্রেনের সঙ্গে। চলন্ত ট্রেনটি মাইক্রোবাসটিকে অনেক দূর টেনে নিয়ে যায়। জানা গেছে, বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম স্টেশন থেকে ময়মনসিংহগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল। ট্রেন আসার সংকেত পেয়ে ক্রসিংয়ে গেট ব্যারিয়ার বা প্রতিবন্ধক নামিয়ে দেন গেটম্যান। কিন্তু উল্টো দিক দিয়ে নিয়ম ভেঙে ক্রসিংয়ে প্রাইভেট কারটি ঢুকে গেলে ট্রেন কাছাকাছি চলে আসে। এসময় দুর্ঘটনা থেকে বাঁচতে গাড়ি থেকে লাফিয়ে নেমে যান চালক। চালক বাঁচলেও গাড়িটি রক্ষা হয়নি। গাড়িতে ধাক্কা দিয়ে চলে যায় ট্রেনটি।