ট্রেড ইউনিয়ন কেন্দ্র্র চট্টগ্রাম জেলার প্রতিবাদ সমাবেশ

| শুক্রবার , ৩ নভেম্বর, ২০২৩ at ৪:৫৯ পূর্বাহ্ণ

গাজায় বর্বর ইসরাইলীদের দ্বারা নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যার বিরুদ্ধে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে গত মঙ্গলবার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্তের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ও শিশু সংগঠক প্রফেসর ডাক্তার এ কিউ এম সিরাজুল ইসলাম এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী নূর জাহাজ খান, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মোজাফফর আহাম্মদ, সাংবাদিক জসিম চৌধুরী সবুজ, কবি ও সাংবাদিক ওমর কায়ছার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, এড. জহির উদ্দিন মাহমুদ, ফজলুল কবির মিন্টু, ট্রেড ইউনিয়ন আঞ্চলিক কমিটির নেতা সুকান্ত দত্ত ও মহিন উদ্দিন, চট্টগ্রাম বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, মোহাম্মদ হানিফ, মোঃ পারভেজ, মোহাম্মদ হানিফ ও হোটেল সেন্টমার্টিন কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর সভাপতি মিজানুর রহমান প্রমুখ নেত্রীবৃন্দ। সমাবেশ শেষে বাংলাদেশর জাতীয় পতাকা, ফিলিস্তিনী পতাকা ও লাল পতাকার মিছিল শহরের মূল মূল সড়ক প্রদক্ষিণ শেষে আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ নাসির উদ্দীন চৌধুরী
পরবর্তী নিবন্ধনকল ডেটল সাবান তৈরি করে বাজারজাত