হোয়াইট হাউজের বাধার কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠক কভার করতে পারেনি রয়টার্স, এপি ও অন্য কয়েকটি গণমাধ্যম। মিডিয়া কভারেজের বিষয়ে ট্রাম্প প্রশাসনের নেওয়া নয়া নীতির সঙ্গে সঙ্গতি রেখে হোয়াইট হাউজ এমনটি করেছে বলে রয়টার্স জানায়। খবর বিডিনিউজের।
হোয়াইট হাউজ অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ফটোগ্রাফার এবং রয়টার্স, হাফপোস্ট ও জার্মান সংবাদপত্র ট্যাগেসপিগেলের তিন সাংবাদিককে ভেতরে প্রবেশ করতে দেয়নি। শুধু এবিসি ও নিউজম্যাক্সের টেলিভিশন ক্রুদের এবং অ্যাক্সিওস, ব্লেজ, ব্লুমবার্গ নিউজ ও এনপিআর এর প্রতিনিধিদের অনুষ্ঠানটি কভার করার অনুমতি দেয়। মন্ত্রিসভার বৈঠকটি হোয়াইট হাউজে ট্রাম্পের ওভাল দপ্তরে অনুষ্ঠিত হয়। দপ্তরটির ছোট ওই পরিসরের মধ্যে কোনো গণমাধ্যমগুলোকে বৈঠক কভার করতে দেওয়া হবে তা হোয়াইট হাউজ ঠিক করবে বলে মঙ্গলবার জানিয়েছিল ট্রাম্প প্রশাসন। ঐতিহ্যগতভাবে হোয়াইট হাউজ কোরেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন প্রেসিডেন্টের প্রেস পুলের সঙ্গে সমন্বয় করে অনুষ্ঠান কোন কোন গণমাধ্যম কভার করবে তা ঠিক করে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স কয়েক দশক ধরে এ প্রক্রিয়ায় অংশ নিয়ে আসছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, ঐতিহ্যবাহী গণমাধ্যমগুলোর জন্য ট্রাম্পের দৈনিক কার্যক্রম কভার করার অনুমোদন এখনও বজায় আছে, কিন্তু ছোট জায়গাগুলোতে কারা অংশ নিতে পারবে তা পরিবর্তনের পরিকল্পনা করেছে প্রশাসন।