ট্রাম্প-পুতিন সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই

জানালেন ক্রেমলিন কর্মকর্তা

| শুক্রবার , ৮ আগস্ট, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামনের কয়েক দিনের মধ্যেই একে অপরের সঙ্গে সাক্ষাতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন ক্রেমলিনের এক উপদেষ্টা। খবর বিডিনিউজের।

যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনের দুই প্রেসিডেন্টের সঙ্গে শিগগির সশরীরে দেখা হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে, মার্কিন প্রেসিডেন্ট এমনটা বলার কয়েক ঘণ্টা পর ক্রেমলিন থেকে এ বার্তা এল, জানিয়েছে বিবিসি। যুদ্ধবিরতিতে রাজি হও, নাহলে আরও নিষেধাজ্ঞা, রাশিয়াকে বেঁধে দেওয়া ট্রাম্পের এ সময়সীমা শুক্রবার শেষ হতে যাচ্ছে।

তার আগে বুধবার মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে পুতিনের বৈঠক হয়। এর পর থেকেই ওয়াশিংটনে রাশিয়াযুক্তরাষ্ট্রের দুই শীর্ষ নেতার বৈঠক আসন্ন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। উইটকফ এর আগেও চারবার মস্কো সফর করেছিলেন, এবং প্রতিবারই ট্রাম্প যুদ্ধ বন্ধে ভালো খবর আসছে বলে আশ্বাসও দিয়েছিলেন। যদিও এখন পর্যন্ত শান্তি আলোচনায় বড় কোনো অগ্রগতি দেখা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধসেমিকন্ডাক্টর আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
পরবর্তী নিবন্ধগাজায় অনাহারে প্রাণহানি বেড়ে ১৯৭