গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছিলেন ডনাল্ড ট্রাম্প। আর ফেব্রুয়ারির শেষে এসেই তার ‘দেশ পরিচালনা এবং নীতি’ নিয়ে মার্কিনিদের মধ্যে দেখা গেছে অনেকটাই নেতিবাচক প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এর নতুন এক জরিপে বেরিয়ে এসেছে এমন তথ্য। এসএসআরএস পরিচালিত এ জরিপের ফল বলছে, মার্কিন নাগরিকদের ৫২ শতাংশই ট্রাম্পের কাজের পদ্ধতি সমর্থন করেন না। ৪৮ শতাংশ মার্কিনি অবশ্য ট্রাম্পের নানা পদক্ষেপ সমর্থন করেন।
গত শুক্রবার হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উত্তপ্ত বৈঠকের আগে ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারিতে ২ হাজার ২১২ জনের ওপর চালানো হয় সিএনএন এর এই জরিপ। দলগত দিক থেকে জরিপের ফলে দেখা গেছে, ৯০ শতাংশ রিপাবলিকান সমর্থক ট্রাম্পের নীতিতে একমত। আর তার কার্যকলাপের বিরোধী ৯০ শতাংশ ডেমোক্র্যাট সমর্থক। আর নিরপেক্ষ মার্কিনিদের ৫৯ শতাংশ ট্রাম্পের দেশ পরিচালনা এবং তার নীতির বিরোধী। ৪১ শতাংশ এখনও প্রেসিডেন্টের প্রতি আস্থাশীল। খবর বিডিনিউজের।
অন্যদিকে, ট্রাম্পের শুল্কনীতি, অভিবাসন নীতি ও গাজা যুদ্ধ থেকে শুরু করে রাশিয়া–ইউক্রেইন যুদ্ধ পর্যন্ত হোয়াইট হাউজের পদক্ষেপ সম্পর্কে আম জনতার সংশয় স্পষ্ট হয়েছে জরিপে।
দেশের সবচেয়ে জরুরি সমস্যাগুলো দিকে ট্রাম্প মনোযোগ দিচ্ছেন না বলে মনে করে ৫২ শতাংশ মার্কিনি। অন্যদিকে, ৪০ শতাংশ মার্কিনি মনে করে তার অগ্রাধিকারের বিষয়গুলো ঠিকই আছে।
আর ৮ শতাংশ এ বিষয়ে সংশয় প্রকাশ করেন।তবে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, জরিপে নেতিবাচক ফল দেখা গেলেও এখনই ট্রাম্প কোনও চাপের মুখে পড়ছেন না।