মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার এক সময়ের ঘনিষ্ট সহচর ইলন মাস্কের বিরোধ প্রকাশ্যে আসার পর থেকে দুই হাজার কোটি ডলার হারিয়েছেন মার্কিন এই ধনকুবের। টেসলার বিনিয়োগকারীরা হারিয়েছেন ১০ হাজার কোটি ডলার। খবর বিডিনিউজের। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস–এর বিশ্লেষণ বলছে, ট্রাম্পের সঙ্গে বিচ্ছেদের পর থেকে এই পরিমাণ আর্থিক ক্ষতির ঘটনা ঘটেছে স্রেফ এক মাসে। সমপ্রতি ট্রাম্প প্রশাসনের সঙ্গে মাস্কের জটিল সম্পর্ক নিয়ে টেসলার শেয়ার বিক্রি করে দেওয়া বিনিয়োগকারী ইভানা ডেলেভস্কা বলেছেন, সরকারের সঙ্গে মাস্কের এই সম্পর্কের কারণে বড় লাভের সুযোগ থাকলেও এক্ষেত্রে অনেক বড় ঝুঁকিও রয়েছে। সমপ্রতি নিজেদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে টেসলা, যা বিনিয়োগকারীদের জন্য হতাশাজনক বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।