ট্রাম্পের বিরুদ্ধে দুই ফৌজদারি মামলার বিশেষ কৌঁসুলি স্মিথের পদত্যাগ

| সোমবার , ১৩ জানুয়ারি, ২০২৫ at ৯:০৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। গত শুক্রবার তিনি পদত্যাগ করেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা লড়েছিলেন তিনি। হোয়াইট হাউসে ট্রাম্পের ফিরে আসার আগেই স্মিথ পদত্যাগ করলেন। খবর বিডিনিউজের।

শনিবার আদালতে দাখিল করা এক নথিতে তার পদত্যাগের কথা জানানো হয়। স্মিথের পদত্যাগের নোটিশ বলা হয়, বিশেষ কাউন্সেল তার কাজ শেষ করেছেন, ৭ জানুয়ারি তার চূড়ান্ত গোপন প্রতিবেদন জমা দিয়েছেন। এরপর ১০ জানুয়ারিতে তিনি বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পরাজয় ঠেকানোর চেষ্টা এবং রাষ্ট্রীয় গোপন নথি বেআইনিভাবে নিজের কাছে রেখে দেওয়ার মামলায় ট্রাম্পের বিরুদ্ধে লড়েছিলেন জ্যাক স্মিথ। ক্ষমতা ছাড়ার পর ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হওয়া চারটি ফৌজদারি মামলার দুটি ছিল স্মিথের করা।

দুটি মামলাতেই ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ ছিল। তবে ট্রাম্প বরাবরই অভিযোগ অস্বীকার করেছেন। মামলাগুলো তাকে রাজনৈতিকভাবে হেয় করতেই করা হয়েছিল বলে দাবি তার। তবে ফ্লোরিডা আদালতে ট্রাম্প নিযুক্ত বিচারক একটি মামলা খারিজ করার পর সেটি স্থগিত হয়ে যায়।

আরেকটি মামলা খারিজ করেন মার্কিন সুপ্রিম কোর্টে ট্রাম্প নিযুক্ত তিন বিচারপতি। ফলে দুটি মামলার কোনটিই বিচার পর্যন্ত গড়ায়নি। এরপর গতবছর নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের বিরুদ্ধে ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর ক্ষমতাসীন প্রেসিডেন্টদের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগে মামলা করা যায় না বলে দুটি মামলাই প্রত্যাহার করে নিয়েছিলেন স্মিথ। ট্রাম্পের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলাগুলো একে একে খারিজ হয়ে যাওয়ার মধ্যে স্মিথের পদত্যাগ আরেক মাইলফলক। এর মধ্য দিয়ে কোনও আইনি ঝামেলা ছাড়াই ট্রাম্পের অভিষেক হতে চলেছে। হোয়াইট হাউজে আরও দৃপ্ত পদচারণা হতে চলেছে তার।

পূর্ববর্তী নিবন্ধআফগান তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান মালালার
পরবর্তী নিবন্ধচসিক সাবেক কাউ‌ন্সিলর ইলিয়াছ গ্রেফতার