ইরানি হ্যাকাররা যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির থেকে চুরি যাওয়া উপাদান ইমেইল করে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচারণা শিবিরে পাঠিয়েছিল বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংস্থা। বুধবার তারা বলেছে, এটি যুক্তরাষ্ট্রের নির্বাচনে তেহরানের প্রভাব বিস্তারের বৃহত্তর চেষ্টার অংশ। খবর বিডিনিউজের।
এফবিআই, সাইবারসিকিউরিটি এন্ড ইনফ্রাস্টাকচার সিকিউরিটি এজেন্সি এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর এক যৌথ বিবৃতিতে বলেছে, এছাড়াও ইরানের বিপথগামী সাইবার কর্মীরা জুন থেকেই সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারণা শিবিরের চুরি করা, গোপন উপাদান মার্কিন গণমাধ্যম সংস্থাগুলির কাছে পাঠাচ্ছে।
এসব হীন সাইবার তৎপরতা বিভেদ সৃষ্টি করার ও আমাদের নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা নষ্ট করার ইরানের বহুমুখি প্রচেষ্টার সর্বশেষ উদাহরণ। সংস্থাগুলো জানিয়েছে, যাদের কাছে ওইসব মেইল পাঠানো হয়েছে তাদের কেউ কোনো উত্তর দিয়েছেন বলে কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
রয়টার্স জানিয়েছে, চুরি যাওয়া উপাদানে কী ছিল, সে বিষয়ে তারা বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি। অগাস্টে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছিল, দেশটি যুক্তরাষ্ট্রের উভয় প্রেসিডেন্ট প্রার্থীর প্রচারণার বিরুদ্ধে সাইবার অভিযান শুরু করেছে এবং রাজনৈতিক মতবিরোধে বাতাস দেওয়ার মাধ্যমে মার্কিন জনগণকে প্রভাবিত করার চেষ্টা করছে।