ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের জন্য এক অন্ধকার মুহূর্ত, বললেন শোকার্ত প্রেসিডেন্ট

| শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:০৫ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র, ডানপন’ী রাজনৈতিক কর্মী ও ভাষ্যকার চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। ইউটাহর অঙ্গরাজ্যের গভর্নর ঘটনাকে বর্ণনা করেছেন রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে। বুধবার দুপুরে ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন ৩১ বছর বয়সী কার্ক। সে সময় দূর থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলি কার্কের ঘাড়ে লাগে এবং তিনি মঞ্চের ওপর পড়ে যান। এ সময় অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন ছুটোছুটি শুরু করে। খবর বিডিনিউজের।

ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্কের মৃত্যুতে শোকার্ত ও ক্ষুব্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্কের উপর হামলাকে যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণ বলে বর্ণনা করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে এক ভিডিও বার্তায় কার্ককে মহান দেশপ্রেমিক বলে সম্বোধন করেছেন ট্রাম্প। কার্কের হত্যাকাণ্ডকে যুক্তরাষ্ট্রের জন্য একটি অন্ধকার মুহূর্ত বলেও বর্ণনা করেছেন তিনি।

এ ঘটনায় এখনও পর্যন্ত আততায়ী ধরা পড়েনি। তার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গুলি সম্ভবত পাশের কোনো ভবনের ছাদ থেকে ছোড়া হয়েছিল। সে সময় অনুষ্ঠানে ছিল প্রায় তিন হাজার মানুষ।

পূর্ববর্তী নিবন্ধঅল্প সময়ের জন্য বিশ্বের শীর্ষ ধনী হয়েছিলেন ওরাকলের ল্যারি এলিসন
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা