প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিষেক উদযাপনকালে শীর্ষ ধনকুবের ইলন মাস্কের হাতের একটি ভঙ্গি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে, অনলাইনে অনেকেই এটিকে নাৎসি স্যালুটের সঙ্গে তুলনা করেছেন, আবার কেউ কেউ বলছেন, সম্ভবত মুহূর্তের উদ্দীপনার বশে হাতটি তুলেছিলেন তিনি। খবর বিডিনিউজের।
মাস্ক তার হাতের ওই ভঙ্গির এসব সমালোচনাকে বিরক্তিকর আক্রমণ অভিহিত করে উড়িয়ে দিয়েছেন। সোমবার ওয়াশিংটন ডিসির স্পোর্টস ভেন্যু ক্যাপিটাল ওয়ান এরিনায় অভিষেকের অনুষ্ঠান চলাকালে মাস্ক মঞ্চে উঠার পর উপস্থিত জনতা ব্যাপক উল্লাসের মধ্যে দিয়ে তাকে স্বাগত জানান। মাস্ক মুষ্টিবদ্ধ দুই হাত প্রসারিত করে ইয়েস বলে চিৎকার করে ওঠেন। তিনি বলেন, এটা কোনো সাধারণ জয় নয়। এটি মানব সভ্যতার পথের একটি বাঁক। এটি সত্যিই গুরুত্বপূর্ণ। এটি ঘটানোর জন্য আপনাদের ধন্যবাদ! ধন্যবাদ। এরপর মাস্ক নিজের ঠোঁট কামড়ে ধরেন, বুকের বামপাশে ডান হাত রাখেন, আঙ্গুলগুলো মেলে দিয়ে জোরের সঙ্গে ডান হাত কিছুটা কোণ করে উপরে তুলে ধরেন, এসময় তার হাতের তালু ও আঙ্গুলগুলো নিচের দিকে ছিল। এরপর তিনি ঘুরে পেছনে থাকা জনতার উদ্দেশ্যেও একই ভঙ্গি করেন। তার এই ভঙ্গিটি নিয়েই বিতর্ক দেখা দিয়েছে। ওই ভঙ্গি শেষে তিনি বলেন, আমার হৃদয় আপনাদের সঙ্গে আছে। সভ্যতার ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আপনাদের ধন্যবাদ। কিন্তু তার হাতের ওই ভঙ্গি নিয়ে অনলাইনে দ্রুত বিশ্লেষণ শুরু হয়ে যায়। ইসরায়েলের সংবাদপত্র জেরুজালেম পোস্ট হেডিং করে, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে কি ইলন মাস্ক সিগ হাইল করলেন? জার্মান ভাষায় সিগ হাইল হলো বিজয়ী স্যালুট।