ট্রাব সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

| মঙ্গলবার , ১৪ মার্চ, ২০২৩ at ১০:৫৪ পূর্বাহ্ণ

ট্রাব মিউজিক পারফরম্যান্স অনুষ্ঠানে আজীবন সম্মাননা পাচ্ছেন রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশট্রাবের উদ্যোগে আগামী ২০ মার্চ সোমবার বিকালে ঢাকার সোনারগাঁও হোটেলে ‘মিউজিক পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২২’ দেওয়া হবে, সেখানেই বন্যাকে সম্মাননা দেওয়া হবে বলে ট্রাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক, ফোক, ব্যান্ড, নাটকের শীর্ষ সংগীত, ডিজিটাল প্লাটফর্মে বিভিন্ন সংগীত ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। খবর বিডিনিউজের।

ট্রাবের ঘোষণার প্রতিক্রিয়ায় রেজওয়ান চৌধুরী বন্যা বলেন, আমি খুব সম্মানিত বোধ করছি। তারা আমাকে আজীবন সম্মাননা জানাতে যাচ্ছে, এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। ১৯৫৭ সালের ১৩ জানুয়ারি রংপুর জেলায় জন্ম নেওয়া বন্যা প্রথমে ছায়ানট এবং পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। সেখানে শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন ও আশীষ বন্দ্যোপাধায়ের মত সংগীতজ্ঞদের সান্নিধ্যে আসেন তিনি। সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরের ধারার’ প্রতিষ্ঠাতা বন্যা রবীন্দ্র সংগীত নিয়ে কয়েকটি বইও লিখেছেন। সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান বন্যা।

পূর্ববর্তী নিবন্ধদুই নারীর হাত ধরে অস্কার ইতিহাসে ভারত
পরবর্তী নিবন্ধ‘নাটু নাটু’র অস্কার জয়