ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে চিকিৎসক স্ত্রীর মামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:১৭ পূর্বাহ্ণ

ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ইকবাল হোসেন নামে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টের বিরুদ্ধে মামলা করেছেন তার চিকিৎসক স্ত্রী সোনিয়া সামাদ। ইকবাল হোসেন খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে সোনিয়া সামাদ মামলাটি দায়ের করেন। আদালতের বেঞ্চ সহকারী নুরে খোদা আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আদালতসূত্র জানায়, মামলার আরজিতে বলা হয়স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ দেওয়ার অঙ্গীকার করলেও ছয় মাস ধরে ভরণপোষণ দিচ্ছেন না ইকবাল হোসেন। এমনকি স্ত্রী সন্তানদের সাথে তিনি সাক্ষাতও করেননি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে নিজ কক্ষে গৃহবধূর ঝুলন্ত মরদেহ
পরবর্তী নিবন্ধমোবাইল ও হাতঘড়ি যেভাবে রহস্যের জট খুলল