ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে মামলা

টেক্সি বিক্রিতে প্রতারণা ও প্রাণনাশের হুমকি

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৪ আগস্ট, ২০২৩ at ৬:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে প্রতারণার মাধ্যমে সিএনজি টেক্সি বিক্রি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টের বিরুদ্ধে মামলা করেছেন আবদুল্লাহ আল মামুন নামে এক ক্রেতা। গতকাল চট্টগ্রাম মহানগর ষষ্ঠ হাকিম কাজী শরীফুল ইসলামের আদালতে মামলাটি করা হয়। এ সময় আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। অভিযুক্ত সার্জেন্টের নাম মোস্তাফিজুর রহমান (৩৮)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিক বিভাগে কর্মরত আছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে।

মামলার নথি থেকে জানা গেছে, অনলাইন সাইট ‘বিক্রয় ডট কম’র মাধ্যমে একটি সিএনজি টেক্সি বিক্রির বিজ্ঞাপন দেখে সার্জেন্ট মোস্তাফিজুরের সঙ্গে যোগাযোগ করেন আবদুল্লাহ আল মামুন নামে এক ব্যবসায়ী। এ সময় মোস্তাফিজ নিজেকে ওই সিএনজির মালিক বলে পরিচয় দেন। পরে ৬ লাখ ৩০ হাজার টাকায় গাড়ির দরদামও ঠিক করেন। মো. রুবেল নামে একজনের কাছ থেকে গাড়িটি কিনেছেন বলে মামুনকে জানান সার্জেন্ট মোস্তাফিজুর। ১৫ দিন পর গাড়ির মালিকানা পরিবর্তনের কথা বলে মামুনের কাছ থেকে আরও ১ লাখ টাকা নেন মোস্তাফিজুর। কিন্তু এক মাস ধরে গাড়ির মালিকানা মামুনের নামে পরিবর্তন না করে কালক্ষেপণ করতে থাকেন।

এদিকে সিএনজি টেক্সিটির ট্যাক্স টোকেনের মেয়াদ যাচাই করতে বিআরটিএতে গেলে গাড়িটির মালিকানা মিন্টু হাওলাদার নামে আরেকজনের নামে দেখতে পান। এসব দেখে বাদী ওই সার্জেন্টের কাছে সিএনজি টেক্সিটি কেনার টাকা ফেরত চাইলে নানাভাবে কালক্ষেপণ করার পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকি দেন।

পূর্ববর্তী নিবন্ধ৯ ছাত্রলীগ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করল চবি প্রশাসন
পরবর্তী নিবন্ধতারা বলেছে-তোমরা চীনের ভেতরে চলে যাচ্ছ, আমরা বলেছি, না : পররাষ্ট্রমন্ত্রী