ট্রাফিক বক্সের সামনে গোলাকার বস্তু, বোমা সন্দেহে আতঙ্ক

নগরের ওয়াসা মোড়

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৪ পূর্বাহ্ণ

নগরের ওয়াসা মোড়ে ট্রাফিক পুলিশের একটি বক্সের সামনে গোলাকার বস্তু দেখে ‘বোমা’ সন্দেহে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি টিম পৌঁছে পরীক্ষা করে জানায়, এটি বোমা নয়, গোলাকার ধাতব বস্তু। গতকাল রোববার বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পথচারীরা গোলাকার বস্তুটি দেখার পর বোমা ভাবে। এতে পথচারীসহ আশেপাশের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উৎসুক লোকজনও ভিড় করেন বস্তুটি দেখতে। পরে টহল পুলিশ গিয়ে উৎসুক লোকজনকে সরিয়ে ঘটনাস্থল ঘিরে রাখে। বন্ধ করে দেওয়া হয় আশপাশের দোকানপাটও। এরপর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা করে জানান এটি বোমা নয়।

নগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পরিদর্শক সঞ্জয় গুহ সাংবাদিকদের বলেন, ট্রাফিক বঙের সামনে মাটি ও গাছের স্তূপের মধ্যে গোলাকার বস্তুটি ছিল। আমরা উদ্ধারের পর দেখলাম, এটা হলুদ রঙের ওয়েল্ডিংয়ের দাগযুক্ত একটি বল। এর ওজন আনুমানিক ৫০০ গ্রাম। আমাদের ধারণা এটি লোহার গেটে লাগানো হয় এমন কোনো গোলাকার ধাতব বস্তু।

পূর্ববর্তী নিবন্ধসাবেক এমপিদের ১৪ ল্যান্ডক্রুজার নিলামে কিনতে চায় ৩২ ব্যক্তি-প্রতিষ্ঠান
পরবর্তী নিবন্ধসিএলএফ একদিন শুধু দেশের নয়, বিশ্বের জন্য রোল মডেল হবে