ট্রাফিক ব্যবস্থা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত চট্টগ্রাম শহরের বিভিন্ন মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিকট উপহার সামগ্রী বিতরণ করেছে আশার আলো মানবিক ফাউন্ডেশন চট্টগ্রাম। গতকাল বুধবার ফাউন্ডেশনের উদ্যোগে কাজির দেউড়ি, ওয়াসা মোড়সহ বিভিন্ন মোড়ে শিক্ষার্থীদের নিকট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভা সংগঠনের সভাপতি মহিউদ্দিন মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সালমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন, মো. জসিম উদদীন রকি, মোহাম্মদ আরিফ, মো. শরিফুল ইসলাম মো.আতিকুর রহমান, মো. মামুন, মো. ইলিয়াস রিপন, মো. আলামিন, মো. জসিম উদ্দিন সাগর, মো. এম এ মোতালেব, মোহাম্মদ ফয়সাল মুন,মোহাম্মদ মোজাম্মেল, মো. রনি প্রমুখ।
প্রধান অতিথি মো.কামরুল ইসলাম বলেন, দিন দিন মানুষের সহমর্মিতা বিলীন হয়ে যাচ্ছে। আমরা তরুণ ছাত্র সমাজের আত্মত্যাগে আজ যে নতুন দেশ পেয়েছি,তাদের আত্মত্যাগকে সম্মান করতে আগামীতে মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হবে। রাষ্ট্রের জানমালের যেন কোন ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রেখে আগামীতে সকল সহিংসতা পরিহার করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশকে নতুন ভাবে গড়তে হবে।
সভাপতি আগামীতে যার যার অবস্থান থেকে মানবিক হয়ে মানুষের কল্যাণে, দুর্নীতিমুক্ত সমাজ নির্মাণে কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।