চট্টগ্রাম বন্দরের ট্রানজিটসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিয়ে ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী উভয় দেশের পারস্পরিক সৌহার্দ্যের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, বন্দর সম্প্রসারণসহ বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে দুই দেশই লাভবান হওয়ার সুযোগ রয়েছে। তিনি বন্দরের বিভিন্ন কর্মকান্ডের পাশাপাশি উন্নয়ন প্রকল্প, ট্রানজিট, বে টার্মিনাল নির্মাণসহ সম্প্রসারণ, জি টু জি, পিপিপি, আইসিডি কানেক্টিভিটি, শিপ বিল্ডিংসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। গতকাল সকালে ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী চট্টগ্রাম বন্দরে পৌঁছলে বন্দর চেয়ারম্যান রিয়াল এডমিরাল এস এম আবুল কালাম আজাদ তাঁকে স্বাগত জানান। পরে বন্দরের শীর্ষ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বন্দর চেয়ারম্যান রিয়াল এডমিরাল এসএম আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বন্দর কর্তৃপক্ষের সদস্য (এডমিন এন্ড প্ল্যানিং) মোহাম্মদ জাফর আলম মাল্টিমিডিয়া প্রেজেন্টেশানের মাধ্যমে বন্দরের বিভিন্ন বিষয় তুলে ধরেন। মতবিনিময়কালে সদস্য (ফিন্যান্স) মোহাম্মদ কামরুল আমীন, মেম্বার (ইঞ্জিনিয়ারিং) কমডোর নেয়ামুল হাসান, মেম্বার (হারবার এন্ড মেরিন) কমডোর মোস্তাফিজুর রহমান, পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মমিনুর রশীদ, ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম, পরিচালক (নিরাপত্তা) লে.কর্ণেল আরিফ, চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার আরিফুর রহমান, পরিচালক (পরিবহন) এনামুল করিম, সচিব মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সাথে চট্টগ্রামস্থ সহকারী হাই কমিশনার শ্রী অনিন্দ্য ব্যানার্জী, রাষ্ট্রদূতের স্ত্রী সংগীতা দোরাইস্বামী, দূতাবাসের সেকেন্ড সেক্রেটারী দীপ্তি আলংঘট, সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি শুভাশিষ সিনহা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে ভারতীয় সহকারী হাই কমিশনার বন্দর এবং কাস্টমসের কার্যক্রম পরিদর্শন করেন।