ট্রাকের ধাক্কা, বাইক আরোহী নারী নিহত

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ জুন, ২০২২ at ৬:১১ পূর্বাহ্ণ

নগরীর ফিশারিঘাট এলাকায় ট্রাকের ধাক্কায় তৃপ্তি ধর (৩৪) নামে মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কোতোয়ালী থানার ফিশারিঘাট সংলগ্ন মেরিনার্স সড়কের জোড়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৃপ্তি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার প্রয়াত ভজন চন্দ্র সূত্রধরের মেয়ে। থাকতেন কোতোয়ালী থানার নন্দনকানন দুই নম্বর গলিতে। এ ঘটনায় ঘাতক ট্রাক জব্দ করে চালককে আটক করা হলেও দুই পক্ষের সমঝোতার প্রেক্ষিতে চালককে ছেড়ে দেয়ার কথা জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির জানান, স্বামীর মোটরসাইকেলে করে যাওয়ার পথে ওই নারী ট্রাকের ধাক্কায় পড়ে যান। পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ওই ট্রাক জব্দের পাশাপাশি এর চালক আলমগীরকে (৫০) গ্রেপ্তার করে।

তবে পরবর্তীতে দুই পক্ষের সমঝোতার প্রেক্ষিতে আটক চালককে ছেড়ে দেয়া হয়েছে জানিয়ে ওসি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা না করা এবং দুই পক্ষের সমঝোতার প্রেক্ষিতে চালককে তাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। লাশও পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানান ওসি জাহিদুল কবির

পূর্ববর্তী নিবন্ধশোক প্রকাশ
পরবর্তী নিবন্ধপদ্মা সেতুর উদ্বোধনীতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভা ও দোয়া মাহফিল