ট্রাকের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহত, চালক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ মে, ২০২৪ at ৮:১৫ পূর্বাহ্ণ

নগরীতে ট্রাকের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম (৬৯) নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জব্দ করা হয় ঘাতক ট্রাকটিও। গত রবিবার মাদারবাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে ট্রাকচালক শফিক উল্ল্যাহকে (৫৭) গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ। গ্রেপ্তার শফিককে গতকাল আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডবলমুরিং থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ২ মে বেপরোয়া গতিতে ডিটি রোড ধরে বন্দরে যাচ্ছিলেন ট্রাকচালক শফিক উল্ল্যাহ। যাওয়ার সময় ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ মসজিদের সামনে একটি ম্যাক্সিমা গাড়িকে ধাক্কা দিলে ভেতরে থাকা যাত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম গুরুতর আহত হয়ে মারা যান। এই ঘটনায় ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা করে ঘাতক ট্রাককে শনাক্ত করা হয়। এরপর গত ১৯ মে অভিযান পরিচালনা করে সদরঘাট থানাধীন মাদারবাড়ি বাসস্ট্যান্ড থেকে ঘাতক ড্রাইভার আসামি শফিককে গ্রেপ্তার করে পুলিশ। আসামি জিজ্ঞাসাবাদে ঘটনা স্বীকার করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রান্তিক পর্যায়ে দক্ষ এসএমই উদ্যোক্তা তৈরি করতে হবে : অর্থ প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বিএনপির ৩ নেতাকে বহিষ্কার