ট্যাক্সি-টমটম সংঘর্ষ, ছিটকে পড়ে যাত্রীর মৃত্যু

মহেশখালী প্রতিনিধি  | শনিবার , ৫ অক্টোবর, ২০২৪ at ৪:১০ পূর্বাহ্ণ

মহেশখালীর শাপলাপুর সড়কে সিএনজিচালিত ট্যাক্সি ও টমটমের মুখোমুখি সংঘর্ষে আবদুর রশিদ (৫০) নামের এক মুদি দোকানদার নিহত হয়েছে। এ সময় রাজিব () নামে এক শিশু আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার ষাইটমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রশিদ শাপলাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুদির দোকানদার জুলুর পুত্র।

প্রত্যক্ষদর্শী ও আহত রাজিবের মা জানান, ছেলে রাজিবকে নিয়ে তিনি শাপলাপুর থেকে বদরখালী বাজারে চিকিৎসা করতে যাচ্ছিলেন। তাদের বহনকারী ট্যাক্সি ষাইটমারা প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির টমটমের সাথে ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমের সামনে থাকা যাত্রী আবদুর রশিদ টমটম থেকে ছিটকে রাস্তায় পড়ে উভয় গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

আহত শিশু রাজিবের ডান পা ভেঙে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅহিংসা দিবসে প্রগতিশীল নাগরিক সমাজের সভা
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে অনিক চাকমা হত্যা মামলায় গ্রেপ্তার ১