ট্যাংক লরি থেকে জেট ফুয়েল গায়েবের ঘটনা তদন্তে কমিটি

আজাদীতে সংবাদ প্রকাশের জের

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ নভেম্বর, ২০২২ at ৬:৩১ পূর্বাহ্ণ

এক ট্যাংক লরি থেকেই ৩২ হাজার টাকারও বেশি দামের জেট ফুয়েল গায়েব করে দেয়ার ঘটনায় দৈনিক আজাদীতে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে গতকাল তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পদ্মা অয়েল কোম্পানির এজিএম (একাউন্টস) আবু মোহাম্মদ সাইফুদ্দীন এবং এজিএম (অডিট) শফীউল আজমকে সদস্য করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ঘটনাটি তদন্ত করে তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গুপ্তাখালস্থ পদ্মা অয়েল কোম্পানির প্রধান ডিপো থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেট ফুয়েল পরিবহনকালে ট্যাংক লরি থেকে দীর্ঘদিন ধরে তেল গায়েবের ঘটনা ঘটছিল। গত ১১ অক্টোবর এমন একটি ট্যাংক লরিকে চ্যালেঞ্জ করলে ৩২ হাজার টাকা দামের আড়াইশ’ লিটার জেট ফুয়েল কম পাওয়া যায়। একইভাবে অন্যান্য ট্যাংক লরিও তেল গায়েব করে বলে চালক ও সহকারী লিখিতভাবে স্বীকারোক্তি দেয় এবং পা ধরে ক্ষমা প্রার্থনা করে। কিন্তু ঘটনাটিকে ধামাচাপা দেয়ার একটি চেষ্টা চলে শুরু থেকে। এক গাড়ি থেকে ৩২ হাজার টাকার জেট ফুয়েল গায়েব করা হলে প্রতিদিন যে পরিমান লরি প্রধান ডিপো থেকে বিমানবন্দরে যাতায়ত করে তাতে বছরে অন্তত দশ কোটি টাকার তেল চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে দৈনিক আজাদী গতকাল একটি সংবাদ প্রকাশ করলে তোলপাড়ের সৃষ্টি হয়। প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে উপরোক্ত তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির সদস্য এজিএম (অডিট) শফীউল আজমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনাদের কোন কিছু জানার থাকলে অফিসে এসে এমডি সাহেবের সাথে কথা বলবেন। আমরা তদন্ত কমিটির সদস্য হিসেবে প্রেসের সাথে কোন মন্তব্য করতে পারি না। তবে তিনি তদন্ত কমিটি গঠনের কথা স্বীকার করেন।
এদিকে বিমানবন্দর ডিপোর ডেপুটি ম্যানেজার সাইদুল হকের বিরুদ্ধে ইতোপূর্বেও একবার তদন্ত কমিটি গঠিত হয়েছিল। কিন্তু ওই কমিটির রিপোর্ট বা সুপারিশ কোনটিই আলোর মুখ দেখেনি। ব্যাংকের স্টেটমেন্ট জালিয়াতির মতো ঘটনার সাথে জড়িত থাকা ওই কর্মকর্তাকে পরবর্তীতে ডেপুটি ম্যানেজার হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। এবারের কোটি কোটি টাকার তেল গায়েবের ঘটনার তদন্ত কার্যক্রম যেনো আগের মতো হিমাঘারে চলে না যায় সে জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৯টা-৪টা সূচিতে আসছে সরকারি অফিস
পরবর্তী নিবন্ধফটিকছড়ি পৌরসভা নির্বাচন কাল