টোটাল ফিটনেস ডে পালিত

| শনিবার , ৭ জানুয়ারি, ২০২৩ at ৫:১১ পূর্বাহ্ণ

শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক সব দিক থেকে ফিটনেস অর্জনের আহ্‌বান নিয়ে দেশব্যাপী প্রথমবারের মতো পালিত হয়েছে ‘টোটাল ফিটনেস ডে’। চলতি বছর থেকে জানুয়ারি মাসের প্রথম শুক্রবার দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন’- প্রতিপাদ্যে সারাদেশে গতকাল দিবসটি উদযাপন করে স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন।

এ উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের সকল শাখা সেলের উদ্যোগে নগরীর জাম্বুরীপার্ক, বিডিআর মাঠ, স্বাধীনতা কমপ্লেঙ, পতেঙ্গা সীবিচ, বায়েজিদ পার্ক, প্যারেড গ্রাউন্ড, অভয়মিত্র ঘাট, ডিসি হিল, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারসহ চট্টগ্রাম বিভাগের ২৮টি স্থানে সকাল ৭-৮টা পর্যন্ত টোটাল ফিটনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঘন্টাব্যাপী যোগব্যায়াম, শারিরীক ভারসাম্য পরীক্ষা, সচেতনামূলক বুলেটিন ব্রোশিউর বিতরণসহ আলোচনা, প্রাণায়াম ও মেডিটেশন অন্তর্ভুক্ত ছিল। এতে বিপুল সংখ্যক কোয়ান্টাম সদস্য ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বক-শালিকে মুখর ফসলের মাঠ
পরবর্তী নিবন্ধরেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের মতবিনিময়