টেস্ট র‌্যাংকিংয়ে আফগানিস্তানের নিচে নেমে গেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৭ জানুয়ারি, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

গতকাল প্রকাশিত আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে দশে নেমে গেছে বাংলাদেশ। আর নয়ে উঠে এসেছে আফগানিস্তান। বাংলাদেশের রেটিং পয়েন্ট যেখানে ৫৫ সেখানে আফগানদের পয়েন্ট। ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান ২০১৮ সালে অভিষেকের পর এখন পর্যন্ত মাত্র ৪টি টেস্ট খেলেছে। এর মধ্যে দুটিতে জয় পেয়েছে এবং দুটিতে হেরে গেছে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হয়েছে একবারই। ২০১৯ সালের সেপ্টেম্বরে ঘরের মাটিতে ওই টেস্টে আফগানদের কাছে ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরে গিয়েছিল বাংলাদেশ।
২০২০ সালে বাংলাদেশ সর্বশেষ টেস্ট জিতেছিল। সেটাও ঘরের মাটিতে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে। কিন্তু ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের শুরুর দিকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পর্যন্ত সবগুলো টেস্টেই হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ অনেক বেশি টেস্ট ম্যাচ খেলেও র‌্যাংকিংয়ে আফগানিস্তানের চেয়ে পিছিয়ে থাকার কারণ আইসিসির র‌্যাংকিং করার পদ্ধতির ভিন্নতা। আইসিসি মূলত র‌্যাংকিং হালনাগাদের জন্য ৩৬ মাস থেকে ৪৮ মাসে একটি সময়কাল বিবেচনা করে। এই সময়ে টেস্ট খেলুড়ে কোনো দল যদি তার চেয়ে শক্তিশালী দলকে হারিয়ে দেয় তাহলে জয়ী দল বাড়তি পয়েন্ট পায়। সে হিসেবে বেশি পয়েন্ট পেয়েছে আফগানরা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজটি ২-০ ব্যবধানে জিতলেই নয় নম্বরে উঠে আসবে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধচিনিকলের মলিন বদন, দায় কার
পরবর্তী নিবন্ধআন্দোলন-সংগ্রামে পথ দেখিয়েছে ছাত্রলীগ