টেস্ট ভেন্যু ক্যান্ডিতে পৌঁছেছে বাংলাদেশ দল ঘোষণা করা হচ্ছে না চূড়ান্ত স্কোয়াড

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২০ এপ্রিল, ২০২১ at ৬:৩২ পূর্বাহ্ণ

স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে অংশ নিতে ম্যাচের ভেন্যু ক্যান্ডিতে পৌঁছেছে টিম বাংলাদেশ। নিগোম্বো থেকে গতকাল সোমবার দুপুরে ম্যাচের শহরে পৌঁছায় মোমিনুলরা। আগামী ২১-২৫ এপ্রিল ও ২৯ এপ্রিল-৩ মে এই শহরের পাল্লেকেলে স্টেডিয়ামে স্বাগতিক লংকানদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুইটি ম্যাচ খেলবে মোমিনুল হকের দল। গত ১২ এপ্রিল শ্রীলংকা সফরে গিয়ে তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেনটাইনের পর দুই দিনের প্রস্তুতি ও নিজেদের মধ্যকার একটি দুই দিনের প্রস্তুতি ম্যােেচ অংশ নিয়েছে টাইগাররা। এবার অপেক্ষা টেস্ট সিরিজে মাঠে নামার। আগামী ২১ এপ্রিল এই ক্যান্ডিতে শুরু দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
এদিকে কাল থেকে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। অথচ বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি বিসিবি। জানা গেছে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে না। যদিও নিজেদের মধ্যকার দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে চুড়ান্ত স্কোয়াড ঘোষনা করা হবে। নির্বাচকদের পক্ষ থেকে জানানো হয়েছে শ্রীলংকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে না। প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ২১ জনের মধ্য থেকেই একাদশ তৈরি করে ম্যাচে নামিয়ে দেওয়া হতে পারে। আগের সিরিজগুলোতে প্রাথমিক স্কোয়াড থেকে ১৫ বা ১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষিত হত। এই সিরিজেও এর ব্যত্যয় ঘটত না যদি করোনা অতিমারির কারণে শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ না হয়ে যেত। বিমান চলাচল সচল থাকলে ২১ সদস্যের দল থেকে ১৫ বা ১৬ সদস্যের দল ঘোষণা করে বাকিদের দেশে পাঠিয়ে দেওয়া হতো। কিন্তু এবার তা হচ্ছে না। সঙ্গত কারণেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণার প্রয়োজনীয়তা অনুভব করছে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান আমরা চূড়ান্ত স্কোয়াড হয়তো দিব না। যেহেতু প্লেয়াররা দেশে ফিরতে পারবে না সেহেতু সবাই এখানেই থাকবে। কারণ শ্রীলংকা থেকে বাংলাদেশে ফ্লাইট নেই। তাই চিন্তা করেছি প্রাথমিক স্কোয়াড থেকে একাদশ তৈরি করব।

পূর্ববর্তী নিবন্ধকরোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন আকরাম খান
পরবর্তী নিবন্ধমিশরে ট্রেন লাইনচ্যুত নিহত ১১